বিশ্বের ন্যায় এবার দেশেও রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে করোনার আঘাত।পিছিয়ে নেই আক্রান্তের দিক থেকেও। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জনে।
আর সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে এ খবর জানানো হয়।
এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সেখানে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৯ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪২৪ জন। সেই সাথে মৃত্যু সংখ্যা পৌছে গেছে ২৮ লাখ ৭৩ হাজার ৫০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১০ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৯০ জন।