ছয় বছর যাতৎ স্বাভাবিক ভাবে হাটা চলা করতে পারেনা রাতুল। খেলাধুলা করতে গিয়ে দোতলা থেকে পড়ে তার হাতে ও পায়ের রগে সমস্যা দেখা দেয়। সেই থেকে রাতুল আজ পর্যন্ত অসুস্থ্য। বাবা শওকত বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের শরনাপন্ন হলে তারা তার সন্তানকে মাদ্রাজ নিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দেন।
দিনমুজুর বাবা তার সন্তানকে বাচাতে চায়। নিজের সামর্থের কাছে তার সন্তানকে মাদ্রাজ নিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
নাম: মো: রাতুল
পিতা: মো: শওকত হোসেন
গ্রাম: বুর্তেদিয়া
থানা: বুর্তেদিয়া
জেলা: বরিশাল
বিকাশ নাম্বার: 01965381908